ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে পাঁচ মাদকসেবী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ধামইরহাটে পাঁচ মাদকসেবী আটক

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার উমার ইউনিয়নের গাংরা গ্রামের আনিছুর রহমানের ছেলে মিলন (৩০), জালাল হোসেনের ছেলে মাজেদুর রহমান মাজেদ (৩২), মৃত ময়েজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩০), আলমপুর ইউনিয়নের রঘনাথপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রুহুল আমিন (২৫) এবং জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতান গ্রামের সাইদুর রহমানের ছেলে গোলাম মোরশেদ সাজু (২২)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।