ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
লালপুরে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় শরিফুল ইসলাম সান্টু (৪৫) নামে দুই বছরের সাজার আদেশপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

শরিফুল ইসলাম সান্টু লালপুর উপজেলার ধুপইল গ্রামের রেকাত আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন আইনে শরিফুল ইসলাম সান্টুকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকে গত পাঁচ বছর ধরে শরিফুল পালিয়ে বেড়াচ্ছিলেন।  
গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাগাতিপাড়ার দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।