ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ২ হাজার জনকে বন্যা পরবর্তী পুনর্বাসনে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নওগাঁয় ২ হাজার জনকে বন্যা পরবর্তী পুনর্বাসনে সহায়তা

নওগাঁ: বেসরকারি সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থার (আরকো) উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁর মান্দা ও পত্মীতলা উপজেলার মোট পাঁচটি ইউনিয়নের ২ হাজার বন্যা দুর্গত মানুষকে মোট ৮০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত ৩৮৬ জন মানুষের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়।

এর আগে মান্দার কুশুম্বা, বিষ্ণুপুর ও নুরুল্যাবাদ এবং পত্মীতলা উপজেলার আমাইড় ও কৃষ্ণপুর ইউনিয়নের ১ হাজার ৬১৪ জনের প্রত্যেককে বন্যা পরবর্তী পুনর্বাসন সহায়তা হিসেবে ৪ হাজার টাকা করে মোট ৬৪ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় আরকোর নির্বাহী পরিচালক সজল চৌধুরী ছাড়াও সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দাতা সংস্থা হেক্স/ইপার সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় আরকো এ কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।