ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বনশ্রীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে বনশ্রীতে ভবনে আগুন/ছবি: কাশেম হারুন

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (২২ নভেম্বর) সকাল ৭টা ২০মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১১ নম্বর সড়কে একটি বহুতল আবাসিক ভবনের ৫ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসাটি বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য ফিটিংসের কাজে ব্যবহার হতো।

তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে জানাতে পারেন নি তিনি।

**বনশ্রীতে ভবনে আগুন

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।