ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ৩ দোকানির দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
সোনাগাজীতে ৩ দোকানির দণ্ড

ফেনী: ফেনীর সোনাগাজীতে অশ্লীল ভিডিও (পর্নোগ্রাফি) বিক্রির দায়ে তিন দোকানিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে এ ঘটনায় আরও এক দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের জিরো পয়েন্ট সংলগ্ন মানিক মিয়া প্লাজায় অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মোবাইল ডট কম, ফ্রেন্ডস ইলেকট্রনিক্স ও কনফিডেন্ট মোবাইল দোকানে অর্থের বিনিময়ে মোবাইল ফোনের মাধ্যমে তরুণদের কাছে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। পরে দোকান মালিক মাইন উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।  

আর অপর তিন দোকানি রাসেল, দিদার ও নজরুলকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ সময় ওই দোকান থেকে দুইটি ল্যাপটপ ও দু’টি ডেস্কটপ জব্দ করা হয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসএইচডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।