ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসটির সুপারভাইজার উদয় কুমার দেব নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বটতৈল আনসার ক্যাম্পের সামনে দুর্ঘটনায় আহত হন তিনি। পরে ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত উদয় কুমার দেবের বাড়ি নাটোর সদর উপজেলার মোকারিমপুর এলাকায়।  

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে বটতৈল আনসার ক্যাম্পের সামনে সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সুপারভাইজার উদয়সহ ১১ জন আহত হন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে উদয় মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।