ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে একতলা ভবনের ছাদ থেকে পড়ে ইয়াদ হোসেন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি মনোয়ারা বেগম (৬০)।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ভুষন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইয়াদ উপজেলার ভুষনপাড়ার রিংকু হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, দুপুরে ইয়াদ ও তার দাদি মনোয়ারা ছাদে খেলছিলেন। খেলার একপর্যায়ে  অসাবধানতাবশত তারা ছাদ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াদকে মৃত ঘোষণা করেন। মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।