ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্মৃতিকে বহন করা যায় ক্যামেরা দিয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
স্মৃতিকে বহন করা যায় ক্যামেরা দিয়ে উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: ক্যামেরা দিয়ে স্মৃতিকে খুব সহজে বহন করা যায়। যা একসময় ব্যক্তিজীবন ও কখনও কখনও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর দৃক গ্যালারিতে বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের (বিএফপি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।  

এসময় তিনি ‘বিএফপি ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন’-এর উদ্বোধন করেন।

তিনি বলেন, আগে ছবি ওঠাতে বেশ সময় লাগতো। তখন ক্যামেরাও ছিল হাতেগোনা। আর এখন তো প্রায় সবার হাতে রয়েছে ক্যামেরা। প্রদর্শনীগুলো বেশ ভালো। একেকটি প্রদর্শনী বিশেষায়িত ছবিগুলো আমাদের সামনে তুলে ধরে।

ছবি দেখছেন অর্থমন্ত্রী-ছবি-জি এম মুজিবুরপ্রদর্শনীতে ১০টি দেশের ১০৫ জন আলোকচিত্রীর ১২৫টি ছবি স্থান পেয়েছে। যা ১৮টি দেশের সাড়ে ৫ হাজার আলোকচিত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে। প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদ্বোধনী শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের মধ্য থেকে ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হক সুজা। প্রদর্শনী সম্পর্কে বাংলানিউজকে তিনি বলেন, এ আয়োজন দেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের তাদের কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। এছাড়া এ প্রতিযোগিতা দেশের বাইরে বাংলাদেশের মান বৃদ্ধি করবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এইচএমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।