ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে ৩০ গাড়ির বিরুদ্ধে মামলা-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
কাপ্তাইয়ে ৩০ গাড়ির বিরুদ্ধে মামলা-জরিমানা লাইসেন্সবিহীন যানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় লাইসেন্সবিহীন ৩০টি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ওয়াগ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম।

উপজেলার অন্যান্য কর্মকর্তা, কাপ্তাই থানা পুলিশ ১৯ বিজিবি এবং ১০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম জানান, মোটার যান অধ্যাদেশ ১৯৮৩ সালের ১৩৮ ধারায় লাইসেন্স বিহীন ৩০টি গাড়ি ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।