ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধে রুশ সৈন্যদের অবদান স্মরণীয় হ‌য়ে থাক‌বে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
মুক্তিযুদ্ধে রুশ সৈন্যদের অবদান স্মরণীয় হ‌য়ে থাক‌বে

ঢাকা: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শে‌ষে চট্টগ্রাম বন্দ‌রে মাইন অপসার‌ণে রা‌শিয়ার সৈন্যরা জীবন দিয়ে যে অবদান রে‌খে‌ছিলেন, তা রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধু‌ত্বের ই‌তিহা‌সে স্মরণীয় হ‌য়ে থাক‌বে বলে মন্তব্য করেছেন মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় রা‌শিয়ার ‘মহান অ‌ক্টোব‌র বিপ্লবের শতবর্ষ পূ‌র্তি’ উপল‌ক্ষে বাংলা‌দেশ-রা‌শিয়া মৈত্রী স‌মি‌তি আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এ মন্তব্য করেন।  

মন্ত্রী ব‌লেন, আমা‌দের মহান মু‌ক্তিযু‌দ্ধ চলাকালে তৎকা‌লীন সো‌ভি‌য়েত ইউ‌নিয়ন (বতর্মান রা‌শিয়া) জা‌তিসং‌ঘের নিরাপত্তা প‌রিষ‌দে ভে‌টো দিয়ে স্বাধীনতার বিরুদ্ধশ‌ক্তির বিরু‌দ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফ‌লে বাংলা‌দে‌শের বিজয় ত্বরা‌ন্বিত হ‌য়ে‌ছিল।

রুশ বিপ্ল‌বের মতো বাংলা‌দে‌শের স্বাধীনতা যু‌দ্ধেরও মূল উ‌দ্দেশ্য ছিল শোষণহীন সমাজ গঠন—উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে আমরা রাজ‌নৈ‌তিক মু‌ক্তি পে‌য়ে‌ছিলাম, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে অর্থ‌নৈ‌তিক মু‌ক্তির মাধ্যমে শোষণহীন সমাজ গঠ‌নের অ‌নেক কাছে পৌঁছে গেছে বাংলা‌দেশ।

বাংলা‌দেশ-রা‌শিয়া মৈত্রী স‌মি‌তির সভাপ‌তি ও ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরে‌ফিন সি‌দ্দিকীর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় আরও বক্তব্য রাখেন সা‌বেক প্র‌তিমন্ত্রী আবদুল মান্নান খান, বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদাল‌য়ের উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, ক‌বি রু‌বি রহমানসহ স‌মি‌তির নেতারা।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।