ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাসুদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা মান্নাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
মাসুদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা মান্নাসহ গ্রেফতার ২

কুমিল্লা: কুমিল্লা শহরের নতুন চৌধুরী পাড়ায় ভাড়াটিয়া মাসুদুর রহমান হত্যা মামলায়
ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মান্না ও জসিম উদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) নগরীর কাপ্তানবাজার থেকে দুইজনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মান্না (৩০) শহরের কাপ্তান বাজার এলাকার জিয়া উদ্দিনের ছেলে।

তিনি ৪ নং কাপ্তান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।  

আর তার সহযোগী জসিম উদ্দিন (৩৪) কুমিল্লা সদর
উপজেলার মাঝিগাছা নন্দিরবাজার এলাকার তাহের মেম্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতেও চেষ্টা চলছে।

এর আগে গত ১৯ নভেম্বর রাতে মাসুদুর রহমানকে জবাই করে হত্যা করা হয়। নিহত মাসুদ চাঁদপুরের
হাজীগঞ্জ উপজেলার সুবর্ণপুর গ্রামের শামছুল হক মজুমদারের ছেলে। তিনি কুমিল্লায় আবুল খায়ের গ্রুপে চাকরি করতেন।  

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের ছোটভাই মাহফুজ মজুমদার।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।