ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি জনসম্মুখে প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি জনসম্মুখে প্রকাশ চুক্তির শেষ অংশে স্বাক্ষর, ছবি: বাংলানিউজ

ঢাকা: বিরোধীদলসহ নানা মহলের আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি জনসম্মুখে প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শনিবার (২৫ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ফেরাতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদসম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের কাছে চুক্তির কপি হস্তান্তর করেন।

মন্ত্রী বলেন, স্বার্থ কে ঠিক করে।

যারা ক্ষমতায় আছে তারা। স্বার্থ মূল লক্ষ্য সবই হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো।

কবে নাগাদ পুরো প্রক্রিয়া শেষ হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, কবে শেষ হবে চুক্তিতে সে বিষয়ে কোনো সীমারেখা দেওয়া হয়নি। জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরকে (শরণার্থী বিষয়ক সংস্থা) সম্পৃক্ত করতে চায় মিয়ানমার। দু’মাসের মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া শুরু করবে তারা। চুক্তি সই করার (২৩ নভেম্বরের পর) তিন সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, মিয়ানমারের সঙ্গে করা চুক্তির মূল বিষয়গুলো আমরা জানি না, জনসমক্ষে আনা হয়নি।

রোহিঙ্গা ইস্যুতে সম্পাদিত সমঝোতা চুক্তির বিষয়ে তিনি বলেন, অবশ্যই অবশ্যই জনসমক্ষে চাই।

বাংলানিউজের পাঠকদের জন্য প্রকাশ করা সেই চুক্তি তুলে ধরা হলো। পড়তে ক্লিক করুন:::

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।