ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আনন্দ শোভাযাত্রার যাত্রা শুরু সোহরাওয়ার্দী অভিমুখে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আনন্দ শোভাযাত্রার যাত্রা শুরু সোহরাওয়ার্দী অভিমুখে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া বাংলাদেশ ফায়ার সার্ভিস এর কর্মীরা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ইউনেস্কো’র স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে আয়োজিত ‘আনন্দ শোভাযাত্রা’ ধানমন্ডি ৩২ নম্বর থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা শুরু করেছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর থেকে এই আনন্দ শোভাযাত্রার যাত্রা শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৬ টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।

দেশের সব সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশ নিচ্ছে এই আনন্দ শোভাযাত্রায়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৫,২০১৭
এমএসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।