ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৭ মার্চের ভাষণ নিয়ে পবিপ্রবিতে নানা কর্মসূচি পালিত  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
৭ মার্চের ভাষণ নিয়ে পবিপ্রবিতে নানা কর্মসূচি পালিত   বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অপর্ণ করছেন পবিপ্রবির ভিসি-প্রো ভিসি

পটুয়াখালী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনে সারা দেশের ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অপর্ণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

পুষ্পস্তবক অর্পন শে‌ষে কৃ‌ষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

সভা শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলা‌দেশ সময়: ১৩০২ ঘণ্টা, ন‌ভেম্বর ২৫, ২০১৭
এমএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।