ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুধকুমার নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
দুধকুমার নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদ থেকে আব্দুর র‌শিদ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকেরছড়া  ইউনিয়নের দুধকুমার নদের পাইকডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার ক‌রা হয়। নিহত আব্দুর র‌শিদ সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামের খইমুদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চরবল‌দিয়া গ্রামের নিজ বাড়িতে কথা কাটাকা‌টির এক পর্যায়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় রশিদ। সকালের দিকে স্থানীয়রা মরদেহ‌টি ভাসতে দেখে পু‌লিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুরুঙ্গামারী থানার উপ-প‌রিদর্শক (এসআই) আব্দুল আওয়াল বিষয়‌টি নি‌শ্চিত করে বাংলা‌নিউজকে বলেন, আব্দুর র‌শিদের মরদেহ‌টি থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।

বাংলাদেম সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।