ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
নেত্রকোনায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক বিষয়ক কর্মশালা কর্মশালা

নেত্রকোনা: বিতর্ক কি এবং কেন? সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে বিতর্কের প্রয়োজনীয়তাসহ নানা বিষয় নিয়ে নেত্রকোনায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন- স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, কর্মসূচি পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, সহকারী কর্মসূচি পরিচালক মুর্শেদ ইকবাল রীমু, কর্মশালার সহায়ক বাংলাদেশ টেলিভিশনের বিতার্কিক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

কর্মশালায় নেত্রকোনা সদর উপজেলার স্কুল ও কলেজের ৫৫ জন শিক্ষার্থী অংশ নেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।