ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
পূর্বধলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরীব ও অসহায় দেড় হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল উপজেলা কার্যালয়ে কম্বল বিতরণের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা ইমাম হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দফতর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন খান প্রমুখ।

ইউএনও নমিতা দে বাংলানিউজকে জানান, পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রেখে পরবর্তীতে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।