ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতখানে ২ ইউনিয়ন ভূমি অফিসের ভবন উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
দৌলতখানে ২ ইউনিয়ন ভূমি অফিসের ভবন উদ্বোধন

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় নতুন দু’টি ইউনিয়ন ভূমি অফিসের ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ জয়নগর ইউনিয়ন ভূমি অফিস ও উত্তর জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নে দু’তলা করে অফিস দু’টি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, বিগত দিনে এখানকার ভূমি অফিসের বেহাল অবস্থা ছিলো। এতে করে সেবা নিতে আসা জনগণ ভোগান্তির মধ্যে পড়তো। তাই মানুষের কষ্ট লাঘবে সরকার অত্যাধুনিক এ দু’টি ভূমি অফিস নির্মাণ করেছে। ফলে জমি সংক্রান্ত কাজের গতি বৃদ্ধিসহ জনগণের সেবা পেতে সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সরোয়ার আহমেদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল অউদুত, সমাজ সেবক মো. সালাউদ্দিন, উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন লিটন, দক্ষিণ জয়নগর ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।