ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বাসচাপায় ব্র্যাক কর্মী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বড়াইগ্রামে বাসচাপায় ব্র্যাক কর্মী নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় মো. ফেরদৌস আহম্মেদ (৩৮) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেহেরা পারভীন (৩৫) নামে অপর এক নারী সহকর্মী।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ফেরদৌসের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায়।

তারা দু’জনই ব্র্যাকের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল শাখার কর্মসূচি সংগঠক বলে জানা গেছে।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, বিকেলে মাঠ থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন ফেরদৌস ও মেহেরা। পথে বড়াইগ্রাম থানা মোড়ে এলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিলে চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। মেহেরার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকি‍ৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।