ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীর কাঁকনহাটে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
গোদাগাড়ীর কাঁকনহাটে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করছেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ অন্যরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর কাঁকনহাটে ৪৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা বিজ্ঞান ক্লাবের অংশগ্রহণে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজশাহী- ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফারুক চৌধুরী বলেন ‘বিজ্ঞানে উৎসাহিত করতে আগামী বছর গোদাগাড়ীর সব মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে।

পাশাপাশি ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করতে একটি বিজ্ঞান পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কাকনহাট পৌরসভা মেয়র আব্দুল মজিদ, সিসিবিভিও’র নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল, সনাকের সভাপতি প্রফেসর আবদুস সালাম, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশরাফ আলী, আরটিটিসির সাবেক উপাধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল, রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ।

রাজশাহীর বেসরকারি সংস্থা সিসিবিভিও, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও কাঁকনহাট পৌরসভার যৌথ সহযোগিতায় কাঁকনহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। ‘মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩টি বিজ্ঞান ক্লাবের প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

মেলা শেষে বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবগুলোকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।