ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কর সপ্তাহে সিলেটে দু’দিনে প্রায় ৩৮ লাখ টাকা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কর সপ্তাহে সিলেটে দু’দিনে প্রায় ৩৮ লাখ টাকা আদায়

সিলেট:  সপ্তাহব্যাপী আয়কর মেলায় সিলেট কর অঞ্চলে দু’দিনে প্রায় ৩৮ লাখ টাকা কর আদায় হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) মেলায় রিটার্ন দাখিল করেছে ১৭৬ জন। সেই সঙ্গে কর আদায় হয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৬২০ টাকা।

এদিন রিটার্ন দাখিলের সময় চেয়েছেন ২৮ জন করদাতা।  

সিলেট কর অঞ্চল সূত্র জানায়, অগ্রিম ও বকেয়া ছাড়া রিটার্নের সঙ্গে এ কর আদায় হয়েছে। দু’দিনের মোট রিটার্ন দাখিল করেছে ৩৮৮ জন।

এর আগে, শুক্রবার (২৪ নভেম্বর) রিটার্ন জমা পরেছে ২১২টি। সেই সঙ্গে কর আদায় হয়েছে প্রায় ২১ লাখ টাকা।  
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারা দেশের ন্যায় সিলেট কর অঞ্চলের ২২টি সার্কেলে শুক্রবার (২৪ নভেম্বর) থেকে এ কর মেলা শুরু হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় সেবা দেওয়ার কথা থাকলেও সিলেটের সব ক’টি সার্কেলে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে। সিলেটে কর মেলার আদলে স্বতঃস্ফূর্তভাবে আয়কর সপ্তাহ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।