ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার গৌরীহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর-কাঁটাখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাওসার আলী উপজেলার সায়বাড় গ্রামের হোসেন আলীর ছেলে কাওসার হোসেন (১৮) ও একই গ্রামের হেলাল আলীর ছেলে মুক্তার হোসেন (১৭)।

 

রাজশাহী দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার রাতে ওই দুই কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কাঁটাখালীর দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর-কাঁটাখালী রাস্তার গৌরীহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আমগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়।  

এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মুক্তারকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মুক্তার মারা যান।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এসআই মহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।