ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোটর পরিবহন-ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
মোটর পরিবহন-ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভা  দিনাজপুরে পরিবহন ধর্মঘট পরিস্থিতি- ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে চলমান পরিবহন ধর্মঘট পরিস্থিতি নিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্য়ালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা, যুগ্ম সম্পাদক মানিকুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক আনারুল হক মোল্লা, উপদেষ্টা মো. আবুল হোসেন প্রমুখ।

 

সভা সঞ্চালনা করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী।

সভায় সকলে ঐক্যমত পোষণ করে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত চলমান পরিবহন ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়।  

এছাড়া যৌথ শ্রমিক ঐক্য কমিটি গঠন, শহরবাসীর স্বার্থে হাবিপ্রবির শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো শহরে প্রবেশ না করে সরকারি কলেজ মোড় পর্যন্ত রাখার পক্ষে মত প্রকাশ করা হয়।  

যৌথ সভায় দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।