ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে যুবককে গলাকেটে হত্যা, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টঙ্গীতে যুবককে গলাকেটে হত্যা, আটক ১ ইয়াসিন মিয়া (ফাইল ছবি)

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ইয়াসিন মিয়া (২৭) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। এসময় ইয়াসিনের স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আবু বকর সিদ্দিককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

ইয়াসিন মুন্সিগঞ্জ সদর থানা এলাকার নজরুল ইসলামের ছেলে।

তিনি স্ত্রী ও এক মেয়ে নিয়ে টঙ্গী বাজার এলাকায় শফিকুলের বাড়িতে ভাড়া থাকতেন।  

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন শেখ জানান, জমি নিয়ে ইয়াসিন ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গত শনিবার (২৫ নভেম্বর) বিকেলে ইয়াসিনের চাচাতো ভাই বকর তাদের বাড়িতে বেড়াতে আসেন। পরে দিনগত রাত ৩টার দিকে বকর ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে গলাকেটে হত্যা করেন। এসময় তার স্ত্রী টের পেয়ে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে বকরকে আটক করে।  

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭     
আরএস/আরআর
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।