ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচর প্রেসক্লাব সভাপতি বাশার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
হাইমচর প্রেসক্লাব সভাপতি বাশার আর নেই

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বাশার (৪৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২৬ নভেম্বর) ভোরে তিনি পেটের পীড়া জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পেশাগত জীবনে তিনি প্রায় দুই যুগ সাংবাদিকতার পাশাপাশি জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশি আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

তার গ্রামের বাড়ি হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের আলগী গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আছর নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছোট ভাই আবুল কালাম বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মাহবুব আলম বাশারের মৃত্যুতে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।