ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
গজারিয়ায় প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলিপুরা এলাকায় প্রাইভেটকার চাপায় মো. জামান সিকদার (৩৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামান উপজেলার ভিটিকান্দি গ্রামের কাসেম সিকদারের ছেলে।

 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে জানান, সকালে আলিপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন জামান। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথচারী জামানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

মরদেহ উদ্ধার ও প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।