ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে টোব্যাকোর পরিবেশক হাউসে ডাকাতি, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বাগেরহাটে টোব্যাকোর পরিবেশক হাউসে ডাকাতি, আহত ২ ডাকাতি হওয়া টোবাকোর পরিবেশক হাউসের হার্ডডিক্স ও লক

বাগেরহাট: বাগেরহাটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক হাউসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা কম্পিউটারের হার্ডডিক্স ও নগদ টাকাসহ ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

ডাকাতদের হামলায় পরিবেশক হাউসের ব্যবস্থাপক মাসুদুর রহমান (৩৫) ও গোডাউন কিপার রাসেল শেখ (২৪) আহত হয়েছেন।
 আহতদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) গভীর রাতে শহরের সোনাতলা মোড়ের ভাড়া অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক হাউসের ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান বলেন, রাত একটার দিকে মুখোশধারী ৭-৮ জন লোক অফিসের বাইরে থাকা গ্রুপ ফোর সিকিউরিটি সার্ভিসের নৈশ প্রহরী নাইম (৩০) ও আকরামকে (৩০) বেঁধে রেখে অফিসের মধ্যে ঢোকে। তারা মাথায় পিস্তল ঠেকিয়ে আমার মুখ ও হাত বেঁধে ফেলে এবং মোটরসাইকেল ও ক্যাশ ভোল্টের চাবি চায়। আমি চাবি না দিলে আমাকে বেদম মারধর করে।

একপর্যায়ে ক্যাশ ভোল্ট ভেঙে টাকা ও গোডাউন থেকে প্রায় ৫ লাখ টাকার সিগারেট নিয়ে চলে যায়। পরবর্তীতে নাজমুল শেখ নামে আমার এক সহকর্মী এসে আমার হাত-পায়ের বাঁধন খুলে দেয়।

জেলা পরিবেশকের প্রতিনিধি নাজমুল কবির (৩৮) জানান, রাতের কোনো এক সময় ভবনের পেছন থেকে ডাকাতরা দোতলায় উঠে কলাসিবল গেটের তালা ভেঙে নিচে আসে। আমাদের অফিসের নৈশ প্রহরীদের বেঁধে, জানালা ভেঙে ভেতরে ঢুকে ব্যবস্থাপক মাসুদ গোডাউন কিপার রাসেলকে বেঁধে রেখে ক্যাশ ভোল্ট ভেঙে টাকা ও গোডাউন থেকে সিগারেট নিয়ে চলে যায়।

প্রতিবেশী আবুল কালাম জানান, অফিসের পাশে আমারসহ আশপাশের কয়েকটি বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয় ডাকাতরা। যাতে ডাকাডাকি শুনে আশপাশের লোক বের না হতে পারে। এছাড়াও যাদের দরজায় বাইরে থেকে তালা দেয়া ছিল তাদের তালায় সুপার গ্লু দিয়ে আটকে দেয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় দুইজন নৈশ প্রহরীসহ তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবেশক হাউসের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।