ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজে ঘোষিত মহাসমাবেশ স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএফইউজে ঘোষিত মহাসমাবেশ স্থগিত

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে ) ঘোষিত সোমবার (২৭ নভেম্বর) অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার সকালে জাতীয় জাতীয় প্রেসক্লাবে ঢাকায় অবস্থানরত সংগঠনের সদস্যদের এক জরুরি সভা হয়।

এতে সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল।  

সভা শেষে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ও অনুরোধের প্রেক্ষিতে সোমবারের সমাবেশ পেছানো হয়েছে।  

পরবর্তী সভায় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও বিএফইউজে’র ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।