ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে দুই বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সোনাগাজীতে দুই বখাটের কারাদণ্ড

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় এক স্কুলছাত্রীকে ‌উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল করিম এ আদেশ দেন।

সূত্র জানায়, সোনাগাজী ছাবের মডেল স্কুলের এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছে শাহরুখ (২২) ও শহীদ হাসান (২০) নামে দুই বখাটে যুবক।

 

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে শনিবার (২৫ নভেম্বর) রাতে সোনাগাজী পৌর শহর থেকে তাদের দু’জনকে আটক করে পুলিশ।

দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মিনহাজুলের আদালতে তাদের হাজির করা হলে দুই বখাটের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শাহরুখ সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের শায়েস্তা খানের ছেলে এবং শহীদ হাসান একই গ্রামের ফারুক মাহমুদের ছেলে।  

শাহরুখের বিরুদ্ধে এর আগেও একটি ধর্ষণ মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রাপ্ত দুই জনকে ফেনী জেল কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।