ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে যক্ষ্মা সনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ক মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
কিশোরগঞ্জে যক্ষ্মা সনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ক মতবিনিময় মতবিনিময় সভায় বক্তারা। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যক্ষ্মা সনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মো. খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. দুলাল চন্দ্র দাস।

নাটাবের জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক মো. এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মো. কামরুজ্জামান, নাটাব সদস্য শ্যামল দাস, শিক্ষক মহিতোষ দাস, সমাজকর্মী স্বপন ভৌমিক, নাটাব সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

সভায় যক্ষ্মা সনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।