ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৩ সরকারি কলেজে কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
হবিগঞ্জে ৩ সরকারি কলেজে কর্মবিরতি

হবিগঞ্জ: প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় সংসদে পাসকৃত জাতীয় শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত নীতিমালার আলোকে জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডার বহির্ভূত রেখে স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবিতে হবিগঞ্জের তিনটি সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। ফলে কলেজগুলোতে সব কার্যক্রম বন্ধ ছিল।

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে হবিগঞ্জ শহরের সরকারি বৃন্দাবন কলেজ, সরকারি মহিলা কলেজ এবং চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষকরা এ কর্মবিরতি পালন করেন।

সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষক মিলনায়তনে রোববার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ এলিয়াছ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-শিক্ষক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সুভাষ চন্দ্র দেব ও জামাল হোসেন।

বক্তারা একই দাবিতে সোমবারও কর্মবিরতি সফল করার আহবান জানান। এ সময়ের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।