ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভিডিওর ভয় দেখিয়ে ধারাবাহিক ধর্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ভিডিওর ভয় দেখিয়ে ধারাবাহিক ধর্ষণ

ঢাকা: রাজধানীর ভাসানটেক এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) বাসায় নিয়ে, বেশ কয়েক মাস ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে।

শিশুটির পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছে। সেখানে অভিযুক্ত ব্যক্তির নাম রহমান দেওয়ান (৬০) বলে উল্লেখ করা হয়েছে।

তাকে ইতোমধ্যে ধরা হয়েছে বলে জানা যায়।

স্কুলছাত্রীর পরিবার জানায়, তারা ভাসানটেক এলাকায় থাকেন। গত দুই-তিন মাস আগে স্কুলে যাওয়া-আসার সময় প্রতিবেশী রহমান দেওয়ান শিশু ছাত্রীকে সুকৌশলে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। সঙ্গে ভিডিও ধারণ করে। ভিডিওর ভয় দেখিয়ে ধারাবাহিকভাবে ধর্ষণ করা হয়।

পরিবার জানায়, এতোদিন ভিডিওর ভয় পেয়ে বিষয়টি পরিবারের কাছে লুকিয়ে রেখেছিল তাদের মেয়ে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, ধর্ষণ মামলা করা হচ্ছে। মামলায় আটক করা রহমান দেওয়ানকে গ্রেফতার দেখানো হবে। ধর্ষণের শিকার ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।