ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেশের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
দেশের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তিনি এখন মাদার অব হিউম্যানিটি হিসেবে পরিচিত। দেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। দেশকে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখছি।

রোববার (২৬ নভেম্বর) টাঙ্গাইলের মধুপুর বহুমুখি মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠার ১৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে আমরা যুদ্ধ করেছি, আত্মোৎসর্গ করেছি, সেই ভাষণ আন্তর্জাতিক ঐতিহ্যের তালিকায় উঠেছে।

এজন্য আমরা আজ গর্বিত জাতি হিসেবে আরো এক ধাপ অতিক্রম করেছি।
 
মধুপুর বহুমুখি মডেল টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।