ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মাদক বিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
যশোরে মাদক বিক্রেতার কারাদণ্ড আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আটক মাদক বিক্রেতা সবুজ শেখ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর শহরের কাজীপাড়া এলাকার অভিযান চালিয়ে সবুজ শেখ (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটকের পরে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় যশোরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। সবুজ শেখ কাজীপাড়া এলাকার চাঁদ মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কাজীপাড়া-নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৯০ সালের ১৯ এর ৭ ‘ক’ ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক নাজমুল কবিরসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।