ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সৈয়দপুরে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার নিমবাগান ও কাজীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের নিমবাগান এলাকার আইয়ুব আলীর ছেলে লিমন (২৮) ও কাজীপাড়ার নেছার আহমেদের ছেলে শাহিদ (৩২)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের নিমবাগান ও কাজীপাড়ায় অভিযান চালানো হয়। এসময় ১০ পিস ইয়াবাসহ লিমনকে ও ২০ পুরিয়া হোরোইনসহ শাহিদকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।