ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ৩শ পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
শার্শায় ৩শ পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ ৩শ পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার তিনশ’ পরিবারের মধ্যে নতুন বিদ্যুত লাইনের সংযোগ দেওয়া হয়েছে। এতদিন এসব এলাকার মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দিন।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফিল উদ্দিন বলেন, বিদ্যুৎ অনেক মূল্যবান সম্পদ।

ভালো কাজে এটা ব্যবহার করতে হবে। বিশেষ করে লেখা-পড়ায়। এসময় বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানান তিনি।  

এদিকে দেশ স্বাধীনের পরে এই প্রথম ঘরে বিদ্যুতের আলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে এতোদিনের আলো বঞ্চিত পরিবারের সদস্যরা। যেন ঈদের আনন্দ বইছিল এসব পরিবারের মধ্যে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা পল্লি বিদ্যুত অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগ আঁচড়া কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, বাগআঁচড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ইউনুছ আলী, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াকুব হোসেন, যুগ্ম সম্পাদক সাখাওয়াতসহ সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এজেডএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।