ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয় সম্মেলনে মালয়েশিয়ান শিক্ষকের ল্যাপটপ চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বিশ্ববিদ্যালয় সম্মেলনে মালয়েশিয়ান শিক্ষকের ল্যাপটপ চুরি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় সম্মেলন’ থেকে এক মালয়েশিয়ান শিক্ষকের ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে ওই শিক্ষক তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বরাত দিয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, মালয়েশিয়ান শিক্ষক কাশেম বিন আব্দুল জলিল ডেইলি স্টার সেন্টারে আয়োজিত বিশ্ববিদ্যালয় সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসেন।

রোববার সন্ধ্যার দিকে সম্মেলনস্থল থেকে তার ল্যাপটপটি চুরি হয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও ল্যাপটপটি প্রজেক্টরের আড়ালে থাকায় তা ধরা পড়েনি। রাত সাড়ে ৮টার দিকে তিনি থানায় এসে তিনি একটি জিডি করেছেন। তার ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।