ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে মোটরসাইকেল ২ ছাত্রলীগ নেতা আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ঢাবিতে মোটরসাইকেল ২ ছাত্রলীগ নেতা আহত

ঢাকা বিশ্ববিদালয়: মোটরসাইকলে দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের টিচার্স কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির (২৩) ও ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি আনোয়ার হোসেন (২২)। এর মধ্যে হুমায়ুনের অবস্থা গুরুতর।

বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।  

প্রতক্ষ্যদর্শীরা জানায়, পাশাপাশি চলা দুই বাইকের ঠিক মাঝখানে হঠাৎ করে রাস্তার ডিভাইডার থেকে কুকুর লাফ দিয়ে পড়ে। এসময় কুকুরকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে হুমায়ুনের অবস্থা গুরুতর। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এজেডএস/এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।