ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি হামিদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এমপি কমল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
রাষ্ট্রপতি হামিদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এমপি কমল বালুখালি মাঠের রোহিঙ্গা হেলথ কেয়ার সেন্টারে রাষ্ট্রপতি আবদুল হামিদ কথা শুনছেন এক রোহিঙ্গা নারীর। পাশে এমপি কমল রাষ্ট্রপতিকে রোহিঙ্গাদের বিভিন্ন বিষয়ে অবহিত করছেন। ছবি: পিআইডি

কক্সবাজার: দু’দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরের অংশ হিসেবে রোববার (২৬ নভেম্বর) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য কুতুপালং বালুখালি মাঠে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খোলা হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলথ কেয়ার সেন্টারে অসুস্থ রোহিঙ্গা নারীদের দুঃখ-যন্ত্রণা-কষ্টের কাহিনী শোনেন।

এমপি কমল রাষ্ট্রপতিকে পাশে থেকে রোহিঙ্গা নারীসহ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে আসা মানুষের দুর্দশার কথা শোনান।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সফরে রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন।

প্রথম থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন এমপি সাইমুম সরওয়ার কমল। রাজনৈতিকভাবে কক্সবাজারে সবচেয়ে বড় ত্রাণ বহর নিয়ে ত্রাণ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।