ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় ভাবি হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কলমাকান্দায় ভাবি হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় ভাবি হত্যার দায়ে হান্নান মিয়া (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাশেমের ছেলে হান্নান মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৪ সালের ৮ জুন দুপুরে কলমাকান্দার কান্দাপাড়া গ্রামের মো. বিল্লাল মিয়ার স্ত্রী নাসিমা খাতুনের দেবরের ছেলে হামজা বাড়ির পুকুর পাড়ের গাছ থেকে কাঁঠাল পাড়তে যায় এবং নাসিমা তাকে বাধা দেন। পরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হান্নান ক্ষিপ্ত হয়ে নাসিমাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে।

স্থানীয়দের সহযোগিতায় আহত নাসিমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরের দিন নাসিমার বড়ভাই মৃত আরজ আলীর ছেলে মো. জয়নাল (৪০) হান্নানের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।

পুলিশ ওই মামলার তদন্ত শেষে একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে আদালতে। পরে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে হান্নানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশসহ বিশ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। এসময় হান্নান আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন পুরুবী কুণ্ডু।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।