ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বরিশালে গৃহবধূর আত্মহত্যা

ব‌রিশাল: বরিশালে পারিবারিক কলহের জের ধরে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত সুমাইয়া বরিশাল নগরের সদররোডস্থ বাটারগলি এলাকার কনিকা ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে কর্মরত ছিলেন। তার স্বামী কামরুজ্জামান আবুল খায়ের কোম্পানিতে চাকরি করেন।

রোববার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় তার মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম আজাদ স্বজনদের বরাত দিয়ে জানান, রোববার রাতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ।
 
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুর ১২টার দিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হয়েছে। তবে স্বজনরা মরদেহের ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

বরিশাল নগরীর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মজিবর রহমান নিহত গৃহবধূর মায়ের বরাত দিয়ে জানান, ইতিপূর্বে আরও দু’বার আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।