ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ৩টি পিস্তলসহ অস্ত্র বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
লালপুরে ৩টি পিস্তলসহ অস্ত্র বিক্রেতা আটক নাটোরের লালপুর উপজেলায় তিনটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ জিয়ারুল (২৫) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। 

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় তিনটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ জিয়ারুল (২৫) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। 

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিবি পুলিশ।  

এর আগে রোববার (২৬ নভেম্বর) দিনগত রাতে লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জিয়ারুল ওই গ্রামের জান বক্সের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে রাতে নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে জিয়ারুলকে আটক করা হয়। এসময় জিয়ারুল তার সঙ্গে জড়িত একই গ্রামের টুনি বেগম ও বুলবুলি বেগমের নাম বলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী টুনির বাড়িতে অভিযান চালানো হয়। তবে টের পেয়ে টুনি ও তার সঙ্গে থাকা বুলবুলি আগেই পালিয়ে যান। পরে টুনির শোবার ঘর থেকে তিনটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। টুনি ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং বুলবুলি সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের করিমের স্ত্রী।  

তিনি আরো জানান, এ ঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।