ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁওয়ে ১৫ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আগারগাঁওয়ে ১৫ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঢাকা: সাধারণ মানুষকে (রোগী ও  পাসপোর্ট প্রত্যাশী) বিভিন্নভাবে হয়রানির দায়ে ১৫ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতাল ও পাসপোর্ট অফিসের সামনে এ অভিযান পরিচালিত হয়।

র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলানিউজকে জানান, পঙ্গু হাসপাতালের সামনে থেকে ৮ জন ও পাসর্পোট অফিসের সামনে থেকে ৭ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, ওই দালালেরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসজেএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।