ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
শিবচরে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার গ্রেফতার ২ ডাকাত সদস্য

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় জামাল হোসেন (৪৫) ও রাসেল মিয়া (২৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) ভোরে ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। জামাল বোয়ালমারীর দৈবর্গ নন্দপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে ও রাসেল সালথার ফুলবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন ও উপ পরিদর্শক (এসআই) আজাদের নেতৃত্বে বোয়ালমারী থেকে জামালকে ও সালথা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের নেতা হলেন জামাল। জামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ও রাসেলের বিরুদ্ধে সালথা থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার ডাকাত সদস্যদের বিরুদ্ধে শিবচরসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় ডাকাতির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।