ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুর্মিটোলায় রোভার কাপ গলফ টুর্নামেন্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কুর্মিটোলায় রোভার কাপ গলফ টুর্নামেন্ট  কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে গলফাররা। ছবি: বাংলানিউজ

ঢাকা: কুর্মিটোলা গলফ ক্লাবের মাঠে ১৪তম রোভার কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (শনিবার) ডিওজিএস গলফ গ্রুপের সদস্যরা এ টুর্নামেন্টে অংশ নেন। 

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিওজিএস হচ্ছে ঢাকা অডবলস গলফ সোসাইটি। এটি একটি ভার্চুয়াল ক্লাব।

সোসাইটির ৪৫জন সক্রিয় সদস্য রয়েছেন। এছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন ক্লাবটির সাবেক ১০০ সদস্য।

যারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। সদস্যদের উপস্থিতিতে প্রতি শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে সাপ্তাহিক মেডেল খেলার আয়োজন করা হয়।  

কিন্তু গত শনিবারের আয়োজনটি ছিল ক্লাবের জন্য কিছু। ওই রোভার কাপের টুর্নামেন্টে কিছু ফরম্যাটে এ খেলা অনুষ্ঠিত হয়।  

খেলার ফলাফেলে ইউরোপিয়ানদের থেকে ৯ দশমিক ৫ পয়েন্ট বেশি পেয়ে জয়ী হয়েছে বিশ্ব একাদশ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বরে ২৭, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।