ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কৃত্রিম প্রযুক্তির বেকারত্ব সৃষ্টির অধিকার নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কৃত্রিম প্রযুক্তির বেকারত্ব সৃষ্টির অধিকার নেই মুহাম্মদ ইউনূস

ঢাকা: বিজ্ঞান গবেষণাকে অবশ্যই মানব সমাজের চূড়ান্ত কাঙ্খিত কাঠামোর আলোকে পরিচালিত হতে হবে। সেই গবেষণার উদ্দেশ্য হতে হবে কাঙ্খিত লক্ষ্য সুনির্দিষ্টভাবে অর্জন করা। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি যদি গণহারে বেকারত্ব সৃষ্টির প্রক্রিয়া শুরু করে তবে এই কাঙ্খিত লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কোনোভাবেই মানুষকে বেকার করে দেওয়ার অধিকার দেওয়া যাবে না। 

সম্প্রতি জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা আয়োজিত ‘জাপান বিজ্ঞান কংগ্রেস’-এ প্রধান বক্তার ভাষণে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।  

কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হবে তা নির্ধারণের জন্য ইউনূস আহ্বান জানান।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করার প্রস্তাব করেন।

প্রফেসর ইউনূস বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার লক্ষ্য এবং গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ নিয়ে নতুন করে ভেবে দেখতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।