ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
সোনাগাজীতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ  সাজাপ্রাপ্ত শাহাদাত

ফেনী: ফেনীর সোনাগাজীতে শাহাদাত হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মতিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান এই দণ্ডাদেশ দেন।

 

কারাদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মতিগঞ্জ ইউপির ভাদাদিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহাদাতকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। এসময় এলাকাবাসীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের সাজা দেওয়া হয়।  

সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার পর তাকে ফেনী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।