ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটক মো. সুজন ওরফে সজিব ওরফে কাইল্লা সজিবের (২২) দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সুজন ভোলার চরফ্যাশন থানার নীল কমল গ্রামের মো. রফিকের ছেলে।

সে মোহাম্মদপুরের ২৫৫ পশ্চিম কাটাসুর এলাকায় বসবাস করে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নামার বাজারের ২৫৫ পশ্চিম কাটাসুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে অস্ত্র ও গুলিসহ আটক করি।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখল সহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।

সুজন ১০/১২ জন সন্ত্রাসীকে সাথে নিয়ে এলাকায় একটি অস্ত্রধারী বাহিনী গড়ে তোলে। এই বাহিনী সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, জমি দখল, স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করতো বলেও জানা গেছে।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।