ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধূমপানমুক্ত পাবলিক পরিবহন গড়ার অঙ্গীকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ধূমপানমুক্ত পাবলিক পরিবহন গড়ার অঙ্গীকার প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে ধূমপানমুক্ত পাবলিক পরিবহন গড়তে অঙ্গীকার করেছেন পরিবহন শ্রমিকরা। 

সোমবার (২৭ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী পেশাজীবী গাড়ি চালকদের ‘পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক’ প্রশিক্ষণ কর্মশালায় তারা এ অঙ্গীকার করেন।  

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিটিআরএ) রাজশাহী সার্কেল এ কর্মশালার আয়োজন করে।

 

কর্মশালার প্রথম দিনে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন, তামাকের স্বাস্থ্য ক্ষতি এবং পাবলিক পরিবহনে ধূমপান বন্ধের বিষয়ে চালকদের সচেতন করা হয়।

বিআরটিএ রাজশাহী বিভাগীয় সার্কেলের উপ- পরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত পাল।

কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইনের ওপর আলোচনা করেন এসিডির প্রোজেক্ট কো অর্ডিনেটর এহসানুল আমিন ইমন।  

কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জি.) এ এস এম কামরুল হাসান, মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, ট্রাফিক ইন্সপেক্টর (মেট্রো) ফাতকারুল ইসলাম, এসিডির অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।