ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উৎপাদনে ফিরলো দারোয়ানী টেক্সটাইল মিলস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
উৎপাদনে ফিরলো দারোয়ানী টেক্সটাইল মিলস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলটি দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধনের মধ্য দিয়ে উৎপাদনে ফিরেছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলটির কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, উপ-মহাব্যবস্থাপক মজিবুর রহমান, আর কে ইয়ার্ন ট্রেডিংয়ের মালিক গোপাল চন্দ্র সাহা, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ।

মিলের উপ-ব্যবস্থাপক মজিবুর রহমান জানান, মিলটিতে সুতা উৎপাদনের জন্য নারায়ণগঞ্জের আর কে ইয়ার্ন ট্রেডিংয়ের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পাদিত হয়েছে। ১৯৯৫ সালে বন্ধ হয়ে যাওয়া মিলটি পুনরায় সুতা উৎপাদনের মাধ্যমে ৬ শতাধিক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।